সারাদেশ

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

  প্রতিনিধি ৭ মে ২০২৪ , ২:০৫:৫১ প্রিন্ট সংস্করণ

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর
বিষধর সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

মারাত্মক বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।

হল-ক্লাসে ফিরতে রাবি শিক্ষার্থীদের ১০ নির্দেশনা

৫ মে সন্ধ্যায় পদ্মা তীরে তিনি সাপের কামড়ে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরদিন সোমবার (৬ মে) তিনি মৃত্যুবরণ করেনসাব্বিরের সাপের কামড়ে আক্রান্ত হওয়ার বিষয়টি তার বন্ধু রাকিবুল ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে প্রথম জানা যায়। বন্ধুটি তার পোস্টে উল্লেখ করেন, ‘আসসালামু আলাইকুম।

আমার বন্ধুকে গত সন্ধ্যায় রাসেল ভাইপার বাইট করেছে। ৩৫ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ভ্যাক্সিন পুশ করার পরের কিছু সময় ভালো ছিল। আজকে আইসিইউতে রাখা হয়েছে। খুব টেনশন হচ্ছে। আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন প্লিজ। সে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে।’ পরবর্তীতে আরেকটি পোস্টের মাধ্যমে তিনি শিক্ষার্থী সাব্বিরের মৃত্যুর সংবাদ জানান। 

আরও খবর

                   

সম্পর্কিত