সারাদেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ১২:৫৪:৫৮ প্রিন্ট সংস্করণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

“ছেলে যদি মানুষ করিতে চাই তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে; নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই, কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া, সঙ্গে সঙ্গে যথাপরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে।”

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিক্ষার হেরফের’ নামক প্রবন্ধ থেকে এই অংশটুকু উদ্ধৃত করে আজ ৮ মে ২০২৪ খ্রি. নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সম্মাননীয় সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় কিশোর অপরাধ দমনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে, শিক্ষাই সমাজের সকল সমস্যার সমাধান। তিনি শুধুমাত্র লেখাপড়া শিক্ষাকেই গুরুত্ব দেননি, বরং চরিত্র গঠন, কর্মজীবন ও জীবনযাপনের শিক্ষার উপরও জোর দিয়েছিলেন।”

জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; জনাব এস. এম. শফিউল্লাহ্, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা; বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফ্ফর আহমদ, কমান্ডার, মহানগর ইউনিট কমান্ড এবং বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল, কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম।

আরও খবর

                   

সম্পর্কিত