জাতীয়

ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন মা,অর্থাভাবে হচ্ছে না প্রতিস্থাপন

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৮:০৭:২৭ প্রিন্ট সংস্করণ

ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন মা
ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন মা ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর আলম ও শেফালী আক্তারের মেজো ছেলে শাহীন(২৫)।

তার দুটি কিডনিই নষ্ট। চিকিৎসকরা বলছেন, দ্রুত শাহীনের শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না।

পরিবারে তিন ভাই ও ২ বোনের মধ্যে শাহীন দ্বিতীয়। অসুস্থ বাবা-মাকে নিয়ে সাত জনের সংসার। পরিবার সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন শাহীন। সেখান থেকে যা উপার্জন, তা দিয়েই কোনোরকমে সংসার চালিয়ে আসছিলেন তিনি। 

চিকিৎসকরা জানিয়েছিলেন, শাহীনের কিডনি প্রতিস্থাপন করতে অপারেশন ও বিভিন্ন ফি বাবদ ৮-১০ লাখ টাকা খরচ হবে। একটি কিডনি ও অপারেশনের টাকা যোগার করার জন্য দীর্ঘ দুই বছর বিভিন্ন মাধ্যমে ধরনা দিলেও আশানুরূপ ফল মেলেনি। এমন পরিস্থিতিতে ছেলেকে বাঁচাতে সবার কাছ থেকে সহযোগিতা আশা করছেন তিনি। 

শাহীনের মা শেফালী আক্তার বলেন,’‘আপনারা পাশে দাঁড়ালে, ছেলেকে আমি আমার কিডনি দেব।’’

এ অবস্থায় সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদ জানিয়েছে শাহীনের পরিবার। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর- ০১৮১৪৩১৯১৮৬।

এছাড়া অনুদান দেয়ার জন্য ০১৮১৪৩১৯১৮৬ ও ০১৩১৮৮১৬৪৮৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন শাহীনের বাবা জাহাঙ্গীর আলম।

আরও খবর

                   

সম্পর্কিত