জাতীয়

ময়মনসিংহের সেলিম কে মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার,পেটে কাটা দাগ

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৮:৫০:৪৫ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের সেলিম কে মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার,পেটে কাটা দাগ
ময়মনসিংহের সেলিম কে মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার,পেটে কাটা দাগ ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেলিম মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তার পেটে অস্ত্রোপচারের চিহ্ন পাওয়া গেছে। এতে তার পরিবারের সদস্যরা মনে করছেন অস্ত্রোপচার করে সেলিমের কিডনি নিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। আলট্রাসনোগ্রাম করালে সেটি পরিষ্কার হবে।

মানসিক ভারসাম্যহীন মো. সেলিম (৪০)। ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। অবশেষে ফেসবুকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রয় কেন্দ্রে সেলিমের ছবি দেখতে পান পরিবারের লোকজন। এরপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেখানে গিয়ে সেলিমকে পান। পরের দিন বুধবার পুলিশের সহায়তায় সেলিমকে অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সেলিমের কিডনি খুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাঁকে দেখতে বাড়িতে ভিড় করছেন।স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার দুইটা মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে সোমাইয়া মণি সপ্তম শ্রেণিতে পড়ছে। পাগল হলেও তিনি আমার স্বামী। এখন তাঁর যে অবস্থা করেছে, মনে হয় আমার মেয়েরা এতিম হবে, আর আমি বিধবা হয়ে যাব!’ 

মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে সেলিমের কিডনি নিয়ে নেওয়া হয়েছে এমন কথা এলাকায় ছড়িয়ে পড়লে সেলিমের বাড়িতে ভিড় করেন এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে শুক্রবার বিকেলে সেলিমের বাড়িতে যায় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, পরিবারের লোকজনকে সেলিমের চিকিৎসা ও কিছু পরীক্ষা করার জন্য বলে দেওয়া হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে কিডনি বিক্রি করা হয়েছে কি না।

আরও খবর

                   

সম্পর্কিত