জাতীয়

সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় মায়ের ‘আত্মহত্যা’

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১০:৫২:২৪ প্রিন্ট সংস্করণ

সন্তানের ‘চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় ’মায়ের ‘আত্মহত্যা’
সন্তানের ‘চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় ’মায়ের ‘আত্মহত্যা’সন্তানের ‘চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় ’মায়ের ‘আত্মহত্যা’

রাজধানীর কামরাঙ্গীরচরে বিষপানে আফরোজা (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তিনি আর্থিক অনটনে শিশু সন্তানের যথাযথ চিকিৎসা খরচ জোগাতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

ছেলের 'চিকিৎসা' করতে না পেরে বিষপানে মায়ের মৃত্যু

রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্বজনদের দাবি, আফরোজার তিন বছর বয়সী একটি সন্তান আছে। শিশুটি জন্মের পর থেকেই কিডনিজনিত সমস্যায় ভুগছে। তার চিকিৎসার খরচ ছিল ব্যয়বহুল। যা পরিবারের পক্ষে বহন করতে কষ্টকর হয়ে পড়েছিল। ধার-দেনা করে এতদিন চালিয়ে ছিলেন চিকিৎসা। এসব কারণে শিশুটির মা দুঃখ-কষ্টে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি বিষপান করে থাকতে পারেন।

আরও খবর

                   

সম্পর্কিত