প্রতিনিধি ২০ মে ২০২৪ , ১০:০৯:৪৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন : রাস্তায় ইট বালি ও অন্যান্য নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি সৃষ্টি করায় ভাটিকাশর এলাকার ৩ ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বেলা ১২ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। এছাড়াও ধোপাখোলা মোড়ের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
তিনি বলেন, রাস্তায় নির্মাণ সামগ্রি রেখে চলাচলে প্রতিবন্ধকতা বা জনভোগান্তি সৃষ্টি করা যাবে না। কেউ জনভোগান্তি সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিজ দায়িত্বে নিজ বাসা বাড়ি আঙিনায় জমে থাকা পানি পরিস্কার করতে হবে। কোন নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।