জাতীয়

বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ১০:৫১:৩৭ প্রিন্ট সংস্করণ

বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে

বাবাকে ফোনে না পাওয়া এবং তার অবস্থান জানতে না পারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয় এসেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। 

নিখোঁজ বাবার সন্ধান পেতে সহযোগিতা চাইতে ডিবি কার্যালয়ে এসে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর-রশীদের সঙ্গে দেখা করেন তিনি। 

রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এতথ্য জানান ডরিন।

ডরিন বলেন, ‘তিনদিন ধরে বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই, আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে আমি ডিবিপ্রধানের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজ আমি ওনার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন। বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি।’সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবার কানে বড় ধরনের সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এই জন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন।

আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন পরিবার এই সন্দেহ করছে কি-না জানতে চাইলে তার মেয়ে বলেন, না আমরা আপাতত এরকম কোনো সন্দেহ করছি না।ভারতে কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এরকম কিছু নেই।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে ভারতের কলকাতায় যান।

আরও খবর

                   

সম্পর্কিত