জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

  প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ২:৪২:০০ প্রিন্ট সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

ঘুষ, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা শ্রমিকরা।

শুক্রবার, মে ২৪, ২০২৪, বিকেলে আরামবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের দিকে যেতে চাইলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আটকে দেয় পুলিশ। সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে এই মিছিল হয়।

রাজধানীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশাচালকদের মিছিল | Barta Bazar

সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান তারা।

এদিন, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করারও দাবি জানায় গণতন্ত্রী পার্টি। শুক্রবার (২৪ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানান কেন্দ্রীয় নেতারা। নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে সিন্ডিকেট ভাঙতে হবে। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

আরও খবর

                   

সম্পর্কিত