জাতীয়

দাম বৃদ্ধি বন্ধ করতে বাজারে মনিটরিং কঠোর করতে হবে -প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ১:০৯:০৭ প্রিন্ট সংস্করণ

দাম বৃদ্ধি বন্ধ করতে বাজারে মনিটরিং কঠোর করতে হবে -প্রধানমন্ত্রী

ঈদুল আজহা সামনে রেখে প্রতিবছরই এসব পণ্যসহ অন্যান্য মসলা পণ্যের চাহিদা বাড়ে।

বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থায় দুর্বলতার কারণে এক শ্রেণির ব্যবসায়ী বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করে।

Adabor Kacha Bazar

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আরও কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো কোনো পণ্যের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বাড়ছে। এরকম অযৌক্তিক দাম বৃদ্ধি বন্ধ করতে বাজারে মনিটরিং কঠোর করতে হবে।

আরও খবর

                   

সম্পর্কিত