জাতীয়

আজ জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী

  প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৩:৪০:২০ প্রিন্ট সংস্করণ

আজ জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। তখন তার বয়স ছিল ৪৫ বছর। দিবসটি উপলক্ষে বিএনপি ১৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এবার ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১১ জুন পর্যন্ত। কর্মসূচি অনুযায়ী গতকাল বুধবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্টজন বক্তব্য দেন।

আরও খবর

                   

সম্পর্কিত