প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ১১:৩১:০৯ প্রিন্ট সংস্করণ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন ‘সাভানা ইকোরিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের‘ সামনে স্থানীয়দের ওপর পুলিশী হামলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন,শনিবার সন্ধ্যার পর এ ঘটনায় চারজন গ্রামবাসী আহত হয়েছেন। তারা হলেন- ইকোপার্ক সংলগ্ন সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিনোদ বিহারি বলের ছেলে বিপ্লব বল, সন্তোষ বলের ছেলে সঞ্জয় বল ও সাগর বল এবং ওই এলাকার রনি।
পুলিশ বলছেন, রিসোর্টর সামনে দোকানে স্থানীয় কিছু লোক ভয়ভীতি দেখাচ্ছে। ওই এলাকায় জুয়া খেলছে এবং হইচই করছে। এতে ওই পার্কের দায়িত্বে থাকা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এমন খবর পেয়ে সন্ধ্যার পর গোপালগঞ্জের বৌলতলী ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে যান। জুয়ার আড্ডায় থাকা মানুষজনকে সরাতে দৌড়ানি দেওয়া হয়। এ সময় একজন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।