সারাদেশ

শিশু জায়েদের রেশ না কাটতেই এবার ময়মনসিংহে মিললো আরেক পরিচয়হীন শিশু

  প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ১:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

শিশু জায়েদের রেশ না কাটতেই এবার ময়মনসিংহে মিললো আরেক পরিচয়হীন শিশু

বেশ কিছুদিন আগে ময়মনসিংহে পরিচয়হীন এক শিশু জায়েদ কে নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তার রেষ কাটতে না কাটতেই এবার ময়মনসিংহ মেডিকেলে আরেক পরিচয়হীন শিশুকে পাওয়া গেলো।


গত ২৯ মে বুধবার নেএকোনা জেলার পূর্বধলা থানার ৯ নং কাচিয়াকান্দী গ্রামে রাস্তার পাশে মায়ের নিতর মরদেহের উপর পরে থাকে এই ছোট্ট শিশুটি । ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে ২ ব্যাক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

শিশুর অবস্থা দেখে দায়িত্বরত চিকিৎসক জানান, ”শিশুটি এখন মোটামুটি সুস্থ রয়েছে।আমরা সার্বক্ষণিক তদারকি করছি।কিন্তু তার আত্নীয়স্বজন না থাকার ফলে সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।”


বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যাক্তি জানান,এখানে শিশুটির পর্যবেক্ষণ সঠিক মতো করা হচ্ছে না।এমন অভিযোগ এনে খোভ প্রকাশ করেন তিনি।

জানা যায়,গত ৫ দিন ধরে মর্গে পরে থাকা শিশুর নিহত মায়ের লাশের এখনো কোনো পরিচয় মেলেনি বা যোগাযোগ করেনি।

আরও খবর

                   

সম্পর্কিত