অপরাধ

কোচিং এ যাওয়ার পথে কিশোরী অপহরণ ও মুক্তিপণ দাবী, র‍্যাবের সাড়াশি অভিযানে ২৪ ঘন্টায়  উদ্ধার

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ২:১৪:০১ প্রিন্ট সংস্করণ

কোচিং এ যাওয়ার পথে কিশোরী অপহরণ ও মুক্তিপণ দাবী, র‍্যাবের সাড়াশি অভিযানে ২৪ ঘন্টায়  উদ্ধার
ছবি : সংগৃহীত

কোচিং এ যাওয়ার পথে ময়মনসিংহ হতে কিশোরী অপহরণ ও মুক্তিপণ দাবী, র‍্যাবের সাড়াশি অভিযানে ঢাকা থেকে ২৪ ঘন্টায়  উদ্ধার

১।   র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিশু অপহরণ সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এখানে উল্লেখ্য যে, বাদী নাদিম পারভেজ খান (৪৮), পিতা-মৃত আনোয়ার খান, সাং-৬৯/২, রামবাবু রোড, নতুন বাজার, থানা-কোতোয়ালি, জেলা-ময়মনসিংহ তাহার মেয়ে ময়মনসিংহ শহরের নতুন বাজারস্থ একটি স্কুলে ৯ম শ্রেনীতে অধ্যয়ন করতেছে। গত ৩০/০৩/২০২৪খ্রি. তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় ময়মনসিংহ  শহরের নতুন বাজার সাহেব আলী রোড এলাকায় প্রাইভেট পড়ার জন্য বাসা হতে বাহির হয়। বাদীর মেয়ে ৯ম শ্রেনীতে পড়ুয়া ভিকটিম ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানাধীন নতুন বাজার সাহেব আলী রোড এলাকায় পৌঁছা মাত্র পূর্ব হইতে ওৎপেতে থাকা বিবাদী মোঃ ইমরান হোসেন(২৬) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী ৯ম শ্রেনীতে পড়ুয়া ভিকটিমকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠায়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ বাবদ দুইলক্ষ টাকা দাবী করে। বাদী ময়মনসিংহ কোতোয়ালি থানায় তার মেয়ের অপহরণের বিষয়ে লিখিত ভাবে এজাহার দায়ের করে এবং বাদী র‌্যাবের নিকট তার মেয়েকে উদ্ধারের বিষয়ে সহায়তা চায়।  

৩। এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ জুলফিকার আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ৩১/০৩/২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ২৩.৫০ ঘটিকায়  রাজধানী ঢাকার দারুস্সালাম থানাধীন মিরপুর-১ এর দিয়াবাড়ি রোডস্থ হযরত শাহ আলী মাজার শরীফ বেস্টনি আড়ৎ কমপ্লেক্স এর আড়ৎ ঘর নং-৫৩ এর সামনে অভিযান পরিচালনা করে অপহরণকৃত শিশু ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরনকারী চক্রের মূলহোতা মোঃ ইমরান হোসেন(২৬), পিতা-মোঃ কাজল ইসলাম, সাং-পানপাড়া ঝিলপাড়, থানা-সাভার, জেলা-ঢাকা‘কে আটক করতে সক্ষম হয়।

৪।  ধৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালি  থানায় হস্তান্তর করা হয়েছে।

৫।  এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

       স্বাক্ষরিত/-
মোঃ জুলফিকার আলী
অতিঃ পুলিশ সুপার
অপারেশনস্ অফিসার
র‌্যাব-১৪, ময়মনসিংহ।

আরও খবর

                   

সম্পর্কিত