প্রচ্ছদ

প্রতারণার যত নতুন ফাঁদ!জেনে রাখুন, উপকারে আসতে পারে

  Mohammed Farid Uddin i ৪ এপ্রিল ২০২৪ , ২:২৮:০২ প্রিন্ট সংস্করণ

প্রতারণার যত নতুন ফাঁদ!জেনে রাখুন, উপকারে আসতে পারে
প্রতারণার যত নতুন ফাঁদ!জেনে রাখুন, উপকারে আসতে পারে

১। প্রতারক খুবই স্মার্টলী সুন্দর ভাষায় বলবে, আসসালামু আলাইকুম স্যার (স্যার শব্দটা শোনার সাথে সাথেই আপনি খুশিতে গদগদ হয়ে যাবেন, কারণ আমরা অধিকাংশ লোক সার শব্দটা শোনার জন্য খুব অধীর আগ্রহে থাকি), বিকাশ কাস্টমার কেয়ার অথবা ব্যাংকের কার্ড সেকশন থেকে বলছি, স্যার আপনাকে আমরা গত ১৫ দিন আগে একটা এসএমএস পাঠিয়েছিলাম, আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনি কি আপনার ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/বিকাশ একাউন্ট সচল রাখতে চান না ? উত্তরে বললেন, আমি তো সচল রাখতে চাই, ব্যস্ততার কারণে হয়তো এসএমএস দেখা হয়নি। প্রতারক বলবে আপনার একাউন্টটি সচল রাখতে হলে একটি কোড পাঠাচ্ছি সে কোডটি দিয়ে সহায়তা করতে হবে, এক্ষুনি আপনার অ্যাকাউন্টটি সচল করে দিচ্ছি ,কোড বলে দিলেন, আপনার ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/বিকাশ একাউন্ট হ্যাক হয়ে গেল, মুহূর্তের মধ্যেই আপনার একাউন্টে যা টাকা ছিল সব প্রতারক নিয়ে নিল।

২। আপনি সন্তানের শিক্ষাবৃত্তি/উপবৃত্তির টাকা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। সাধারণত এই টাকাগুলো বিকাশ একাউন্ট এর মাধ্যমে শিক্ষা বোর্ড অথবা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়।

এমনি সময়ে প্রতারক আপনাকে ফোন করে বলবে যে আপনার সন্তানের শিক্ষাবৃত্তি অথবা শিক্ষা উপবৃত্তির টাকা বিকাশ একাউন্টে দিতে চাচ্ছেন কিন্তু বিকাশ একাউন্টে টাকাটা যাচ্ছেনা, সফটওয়্যার বা এপ্স বা সেটিংস এর ঝামেলার কারণে আপনার বিকাশ একাউন্টে টাকাটা ঢুকছে না।

আপনি স্বাভাবিক কারণেই, কি করতে হবে জিজ্ঞাসা করলেন, প্রতারক বলবে এসএমএসের মাধ্যমে একটা কোড যাবে সে কোডটা আমাকে বলে সহায়তা করতে হবে, আপনি সরল বিশ্বাসে কোড দিয়ে দিলেন, সে আপনার বিকাশ একাউন্ট হ্যাক করে নিল,আপনার একাউন্টে যতগুলো টাকা ছিল সেগুলো নিয়ে নিল, আবার আপনার সন্তানের যে টাকা আসবে সেগুলো সে আস্তে আস্তে করে সরিয়ে নিবে। আপনি কিছুই টের পেলেন না।

আরও খবর

                   

সম্পর্কিত