Ockotwali Mymensingh ২৮ মার্চ ২০২৪ , ১১:৪৬:১২ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৭/০৩/২০২৪ তারিখ গ্রেফতার ১৮ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) পলাশ কুমার রায়, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১।মোঃ রুবেল আহম্মদ (৪০), পিতামৃত-রুস্তম আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-গয়সাপাড়া, গৈসাপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। কাজল ওরফে কালু মিয়া (৩২), পিতা-আবুল হোসেন, সাং-বলাশপুর আবাসন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রঞ্জু মিয়া (৩০), পিতা-মোঃ নাজিম উদ্দিন, ২। সুমন মিয়া (২৮), পিতা-মোঃ নুরুল ইসলাম, ৩। মোঃ নাঈম ইসলাম (২৫), পিতামৃত-নজরুল ইসলাম, ৪। মোঃ রুবেল মিয়া (৩১), পিতা-মোঃ মতি মিয়া, সর্ব সাং-চর ঈশ^রদিয়া মধ্য পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আলমগীর (৪৫), পিতা-মফিজ উদ্দিন, সাং-মির্জাপুর, ২। মোঃ মোতালেব (৪৫), পিতা-হেলাল উদ্দিন, সাং-মাইজবাড়ী, ৩। তারা মিয়া (৩৮), পিতামৃত-নুর ইসলাম, সাং-মাইজ বাড়ী, ৪। আঃ বাছেদ বাচ্চু (৫৪), পিতামৃত-আঃ মোতালেব, সাং-মাইজবাড়ী, সর্ব থানা-কোতোয়ালী, ৫। শাকিউল আলম (৪২), পিতা-মোশারফ, সাং-ছত্রশিয়া, থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) পলাশ কুমার রায়, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। উজ্জল (৩০), পিতা-সাইদুল ইসলাম, সাং-রাধাকানাই, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী
ইহাছাড়াও এসআই(নিঃ) দেবাশীষ সাহা ত্রিদীপ কুমার বীর, আনিছুর রহমান, এএসআই(নিঃ) সুকান্ত দেবনাথ, ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি জিআর সাজা, ০২টি জিআর ও ০২টি সিআর সহ মোট ০৫টি বডি তামিল করেন।
জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোঃ নূরালী, শহর উদ্দিন, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। আল আমিন (২৭), পিতা-মৃত আমছর আলী, মাতা- সফুরা বেগম, স্থায়ী: গ্রাম- চক শ্যামরামপুর , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
২। মিজান মিয়া (২৮), পিতা-মৃত তোতা মিয়া, স্থায়ী: গ্রাম- চক শ্যামরামপুর , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।
১। মেরাজ হোসেন, পিতা-মৃত আক্কাছ আলী, স্থায়ী: (আব্দুল্লাহ পুর পরানগঞ্জ ইউপি,) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
২। মোছাঃ জোসনা বেগম, স্বামী-মোঃ শাহিন মিয়া, স্থায়ী: গ্রাম- মাসকান্দা (গণসার মোড়) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।