ভোলা জেলা প্রতিনিধি,ইউসুফ হোসেন অনিকঃ ১২ অক্টোবর ২০২৪ , ৮:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ
ভোলা জেলা প্রতিনিধি,ইউসুফ হোসেন অনিকঃ
ভোলার বোরহানউদ্দিনের পৌরসভার ৫নং ওয়ার্ডের শান্তিপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৬) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ) সকাল ১০:৩০ এর দিকে এ দুর্ঘটনা করে। ঘটনার পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহাগ কে মৃত ঘোষণা করেন।
সোহাগ বড়মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা। নিহত সোহাগের চাচাতো ভাই কাজল জানান, পৌর ৫নং ওয়ার্ডের শান্তিপাড়ায় ছানাউল্ল্যাহ হাজির পুত্র মাইনউদ্দিন হাজির ভবনের তারা নির্মান কাজ করেন। আগামীকাল ঐ ভবনের ছাদ ঢালাই এর দিন নির্ধারণ করা হয়েছিল। ছাদ এর ঢালাই এর কাজের জন্য একটি ভাইব্রেটর মেশিন আনা হয়েছিল। সোহাগ মেশিনটি চেক করার জন্য বিদ্যুৎ এর সংযোগ দিলে সেখানে তিনি বিদ্যুতায়িত হন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।