জাতীয়

চাপ বাড়ছে কমলাপুর স্টেশনে

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ১২:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ

চাপ বাড়ছে কমলাপুর স্টেশনে
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেন যাত্রার পঞ্চম দিনে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ।

আজ রোববার সকালে স্টেশন ঘুরে দেখা যায় চেকিং এর আওতায় এসে শতশত মানুষ স্টেশনে প্রবেশ করছেন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

সবার সঙ্গেই রয়েছে ট্রেন যাত্রার টিকিট। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টি স্টেশনে দাঁড়িয়ে তদারকি করছেন। যাত্রীদের প্রত্যাশা সারা বছর যদি রেলওয়ে এমন সার্ভিস দেয় তাহলে টিকিট বিহীন যাত্রী কমেযাবে।এদিকে নির্ধারিত সময়ের আগে স্টেশনে চলে আসায় প্লাটফর্মে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায় ।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে। জানা গেছে, গত চার দিনের তুলনায় আজকে পঞ্চম দিনের মানুষের ভিড় অনেক বেশি রয়েছে। বিকেলের ট্রেনগুলোতে হয়তো আরো বেশি যাত্রীর চাপ বাড়তে পারে।

আরও খবর

                   

সম্পর্কিত