প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ৩:১৫:০৮ প্রিন্ট সংস্করণ
সড়ক এখন মরণফাঁদ
একদিনে প্রাণ গেল ২৩ জনের!
দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক যেন মৃত্যুর মিছিল। প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। ফরিদপুরে ১৩ জনের প্রাণহানির ঘটনা ২৪ ঘণ্টা না পেরুতেই ঝালকাঠিতে বেপরোয়া ট্রাকের চাপায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ৩টি ইজিবাইক ও প্রাইভেট কারকে চাপা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সাভারে বেপরোয়া ট্রাক চাপায় ৩ জন, নওগাঁয় দম্পতি, ফেনীতে ২ জন, রাজবাড়ীতে ১ জন ও সরিষাবাড়ীতে ১ জন রয়েছে। এছাড়া গত মার্চে সড়কে ৫৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।