মো:হেলাল উদ্দিন উজ্জল ২৬ মে ২০২৪ , ১২:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ হারুন বলেন, আমার রাজনৈতিক জীবনে ফুলবাড়ীয়ার সাংবাদিক সমাজ সব সময়ি সার্বিক সহযোগিতা করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ।
আগামী (২৯ মে) বুধবার অবাক ও নিরপেক্ষ নির্বাচন করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমি অবশ্যই বিজয়ী হবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ফুলবাড়ীয়ার ৫জন প্রার্থীই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে। তবে কেউ কেউ কালো টাকা ছড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ পর্যন্ত নির্বাচন কমিশন ও আইন শৃংখলাবাহিনী যে ভূমিকা পালন করে যাচ্ছে তাতে আমি সন্তুষ্ট। আগামী দিনে পেশী শক্তির প্রভাবে প্রভাবিত না হয়ে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করি।
হারুন অর রশীদ আরো বলেন, সমগ্র ফুলবাড়ীয়া উপজেলায় আমি ভোটারদের যে সারা পেয়েছি তাতে বিশ্বাস করি আগামী ২৯ তারিখের নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রতিক ঘোড়া বিপুল ভোটে বিজয়ী হবে। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, বিজয়ী হলে সারা ফুলবাড়ীয়া উপজেলাবাসীকে সাথে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে কাজ করা হবে। পাশাপাশি সামাজিক ব্যধি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, নেশা ও জুয়া দূরীকরণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
গত শনিবার (২৫ মে) দুপুরে উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।