প্রতিনিধি ১ জুন ২০২৪ , ১১:৩৬:১৫ প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকার জলাধার সংরক্ষণ এবং পার্কগুলোর যত্ন নিয়ে সেখানে সবুজ অরণ্য গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রাম থেকে শহর সর্বত্র গাছ লাগানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের আর্কিটেক্টদের একটা খামখেয়ালিপনা আছে। পুকুর দেখলেই দালান করার প্রবণতা আছে তাদের। অথচ এই ঢাকা শহর পুকুর খালে ভরপুর ছিল। বেশিরভাগ খাল বন্ধ, নয় বন্ধ করে দালান-কোঠা করা হয়েছে। পুকুরগুলো বন্ধ। খালগুলো উদ্ধার করা হয়েছে। দয়া করে যেখানেই পরিকল্পনা নেন, জলাধার সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। যায়গা পেলেই যেখানে সেখানে পরিকল্পনা ছাড়া নির্মাণ কাজ করা যাবে না।