মতামত

বালু ও নদীখেকোরা দেশ ও সমাজের শত্রু: পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ১০:১৩:২০ প্রিন্ট সংস্করণ

বালু ও নদীখেকোরা দেশ ও সমাজের শত্রু: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, নদীরক্ষার জন্য নদীখেকো, বালুখেকো,নদী দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার।

Hasan Mahmud to take charge of Foreign Ministry

আর যে সমস্ত শিল্পের মালিকরা নদীতে রঙিন পানি ফেলে তারা সমাজের শত্রু। এদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা দরকার।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘ঢাকা নদী সম্মেলন’ অনুষ্ঠানের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মেয়াদোত্তীর্ণ নৌপরিবহন এবং অতি মুনাফালোভী মালিকদের অতিরিক্ত যাত্রী বহনই অধিকাংশ নৌ–দুর্ঘটনার জন্য দায়ী বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের মানুষ এখন উন্নয়ন মানেই বুঝে রাস্তা,  ব্রিজ ও বিল্ডিং বানানো। এটাকেই মানুষ উন্নয়ন মনে করে। এই উন্নয়নের সাথে আমি দ্বিমত পোষণ করি। রাস্তা বানাতে গিয়ে যেটা হচ্ছে খাল-বিল-নদী-নালার ওপরে ব্রিজ বানানো হচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে। আমরা যদি শুরু থেকে নদীর নাব্য রক্ষা করে পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করতাম তাহলে কিন্তু আজকে নদীর এই অবস্থা দাঁড়াতো না।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের হত্যারহস্য উদ্‌ঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

আরও খবর

                   

সম্পর্কিত