প্রতিনিধি ১৭ মে ২০২৪ , ১০:০৯:২০ প্রিন্ট সংস্করণ
অভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের পরিবর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে ভারত অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার অভিযোগ করেছেন যে, ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদীর পানি বণ্টনের সমস্যা সমাধান না করে বরং বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার অপচেষ্টা করছে।মির্জা ফখরুল বলেন, “আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিবেশী জন্মলগ্ন থেকেই বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময় তাদের সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু ফারাক্কা বাঁধ নয়,গঙ্গার পানি নয়, ১৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে বরাবরই গাফিলতি করছে। তারা সমস্যার সমাধান করছে না।”
ফখরুল উল্লেখ করেন যে, বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে তিস্তা পানি বণ্টন চুক্তি করার প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু কোনো ফল পাচ্ছে না।
এই ব্যর্থতার মূল কারণ হলো, এটি সম্পূর্ণরূপে একটি পরাধীন সরকার। এটি জনগণের স্বার্থে অবস্থান নিতে সবসময় ব্যর্থ হয়েছে কারণ তারা ভারতের সাথে আচরণে অত্যন্ত দুর্বল।
ভাসানী অনুসারী পরিষদ ঐতিহাসিক ‘ফরাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করে।