প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ২:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ
জ্বালাও-পোড়াও অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ার করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,যতই মুরুব্বি ধরুক এদের আমরা ছাড়ব না।
গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, গ্রেনেড হামলাকারী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ যদি বিদেশের মাটিতে আন্দোলন, সরকার উৎখাতের নানা রকম হুমকি-ধামকি দেয়, যতক্ষণ জনগণ সঙ্গে আছে ততক্ষণ ওইটা কেয়ার করি না। তারপরও দেশে জ্বালাও-পোড়াও অগ্নিসংযোগ যেন না করতে পারে, যারা করবে তাদের ছাড় নেই। যতই মুরুব্বি ধরুক, এদের আমরা ছাড়ব না।
তিনি বলেন, মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, আর কেউ যেন তা পিছিয়ে নিতে না পারে, পারবেও না। কারণ জনগণই আমাদের শক্তি।