নেত্রকোনা প্রতিনিধিঃ শহীদুল ইসলাম ৩১ মে ২০২৪ , ১০:৪১:২১ প্রিন্ট সংস্করণ
শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বৈরী আবহাওয়া থাকার শর্তেও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী (আজাদ) ঘোড়া প্রতীক নিয়ে ১৮৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস আনারস প্রতীক নিয়ে ১০২৬৯ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র বহিষ্কৃত জেলা ছাত্রদল সদস্য এম এ সোহাগ মাইক প্রতীক নিয়ে ৩২৫৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বহিঃসৃত মদনপুর ও কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮০৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনা চৌধুরী পেয়েছেন ১৩৩১০ ভোট।