সারাদেশ

কুমিল্লায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১১:০৯:৩১ প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
ছবি : সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে আহম্মেদ নিয়াজ পাবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হোসেনেয়ারা বকুল  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।  

২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।প্রত্যেক পদে একজন করে প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ২৩ এপ্রিল তাদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। মনোননয়পত্র যাছাই-বাছাইয়ে টিকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনজনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।  

অর্থাৎ বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন তারা।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, আদর্শ সদর উপজেলায় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে তিন পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে গেলে তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৭ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৩ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিন উপজেলায় মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ২৯ জন  প্রার্থী।  

আরও খবর

                   

সম্পর্কিত