ষ্টাফ রিপোর্টার: মো.আসিফুজ্জামান আসিফ ৬ জুন ২০২৪ , ১০:০৭:০০ প্রিন্ট সংস্করণ
এক মাস ৬ দিন কারাভোগর পর জামিন মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকে টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন।
এর আগে, এপ্রিল মাসের ২৯ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানো হয়।
তিন মামলায় টুকুর বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত। এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।