আন্তর্জাতিক

৮৮ দেশের ২৩২২ জনকে হজ করাচ্ছেন সৌদি বাদশাহ

  প্রতিনিধি ১ জুন ২০২৪ , ২:৪৬:৪৫ প্রিন্ট সংস্করণ

৮৮ দেশের ২৩২২ জনকে হজ করাচ্ছেন সৌদি বাদশাহ

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের রাষ্ট্রীয় আমন্ত্রণে বিভিন্ন দেশের হাজারেরও বেশি ইসলামী ব্যক্তিত্ব পবিত্র হজ করবেন।

এবছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নিমন্ত্রণে এক হাজার ফিলিস্তিনিসহ বিশ্বের ৮৮টি দেশের এক হাজার ৩২২ জন হজ করবেন। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘গেস্ট প্রগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ’র অংশ হিসেবে পুরো বিশ্ব থেকে সর্বমোট দুই হাজার ৩২২ জনের হজের ব্যবস্থা করা হয়।

দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী ড.আবদুল লতিফ আল-শেখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্টসংখ্যক ব্যক্তির হজের ব্যবস্থা করা হয়। বাদশাহ সালমানের অর্থায়নে হজ করতে আসা অতিথিদের এমন জমায়েত ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে সহায়তা করবে। এর মাধ্যমে ইসলাম ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি সৌদি বাদশাহ ও যুবরাজের অবিরাম আগ্রহ মূর্ত হয়েছে।প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে প্রায় ৩০ জনের একটি দল সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে। রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে ইহরামের কাপড় হস্তান্তর করা হয়।

আরও খবর

                   

সম্পর্কিত