আন্তর্জাতিক

বাটলারের সেঞ্চুরিতে ম্লান কোহলির শতক

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ১২:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ

বাটলারের সেঞ্চুরিতে ম্লান কোহলির শতক
ছবি : সংগৃহীত

বাটলার খেলেছেন ৭২ বলে অপরাজিত ১১৩ রানের দারুণ এক ইনিংস।যা সাজিয়েছেন ১২টি চার ও ৪ ছক্কায়। ইনিংসটি খেলার পথে নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি। আইপিএলে সবচেয়ে বেশি (৭টি) সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই ছিল তার দখলে

ঝড় উঠল বিরাট কোহলির ব্যাটে; তুলে নিলেন অপরাজিত সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গটাই দিলেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় শক্তিশালী সংগ্রহ পেয়েছিল রয়্যাল ব্যাঙ্গালুরু (আরসিবি)। কিন্তু কোহলির শতক ম্লান হয়ে গেল জস বাটলারের পাল্টা সেঞ্চুরিতে।

শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সমীকরণ মিলিয়ে ফেলেন বাটলার। ক্যারিয়ারের শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়ে যান তিনি। আইপিএলের ইতিহাসেই মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন বাটলার। তার আগে ২০২২ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একই কীর্তি গড়েন লোকেশ রাহুল।  

আজকের সেঞ্চুরিটি বাটলারের আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। যে কারণে আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেছেন তিনি। দুজনেরই সেঞ্চুরির সংখ্যা সমান ৬টি করে। তাদের চেয়ে এগিয়ে আছেন কেবল বিরাট কোহলি। যিনি আজ আইপিএলে নিজের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন।

কিন্তু দিন শেষে বিফলে গেলে তার কীর্তি।আইপিএলে হেরে যাওয়া দলের হয়ে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি এখন তার। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন কোহলি।

আরও খবর

                   

সম্পর্কিত