আন্তর্জাতিক

বেয়ারস্টো তাণ্ডবে বিশ্ব রেকর্ড গড়ে জয় পাঞ্জাবের

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ১১:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

বেয়ারস্টো তাণ্ডবে বিশ্ব রেকর্ড গড়ে জয় পাঞ্জাবের
ছবি : সংগৃহীত

রানের পাহাড় গড়েও জেতা হলো না কলকাতা নাইট রাইডার্সের

ওপেনার সুনিল নারাইন ৭১ ও ফিল সল্টের ৭৫ ঝোড়ো ফিফটিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৬১ রান করেছিল কলকাতা।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নারিন আর সল্টের জুটিতে রানের পাহাড় গড়ে গম্ভীর বাহিনী। পাওয়ার প্লে-তে উঠে ৭৬ রান। রাবাদাকে চার মেরে মাত্র ২৪ বলে অর্ধশত রান করলেও নারিন থামেন ৩২ বলে ৭১ করে। ফিল সল্টের দাপট তখন চলছিলো। কুরানের ইয়র্কারে সল্ট ফিরে গেলেন ৩৭ বলে ৭৫ রানে। আইয়ার,আন্দ্রে রাসেলদের রান ঝড়ে নাইটরা থামলো ২৬১ রানে। 

২৬২ রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো ফিফটিতে সুর বেঁধে দিলেন প্রাভসিমরান সিং। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন বেয়ারস্টো। শশাঙ্ক সিং খেললেন বিস্ফোরক ইনিংস। এই তিন জনের নৈপুণ্যে রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সকে হারাল পাঞ্জাব কিংস।

আইপিএলের ইতিহাসে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে এটাই সর্বোচ্চ রান। আর রান তাড়ায় শুধু আইপিএল নয়, যে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটেই এটি সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। আইপিএল তো বটেই,টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

আরও খবর

                   

সম্পর্কিত