প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ১১:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ
বর্ণিল আয়োজনে ১২টি দেশের অংশগ্রহণে পর্দা উঠল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের।
রোববার (২৬ মে) বিকেলে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনাব নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
প্রসঙ্গত, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।