খেলা ডেস্ক ২ জুন ২০২৪ , ১:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের শুরুর ঠিক আগের দিনে প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬২ রানে হেরে যায় টাইগাররা।
শনিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮২/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের করা ১৮২ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে। যদিও ফলাফল আরও লজ্জাজনক হতে পারত, কিন্তু মাহমুদউল্লাহর ২৮ বলে ৪০ রানের ইনিংসের উপর ভর করে শতকের ঘর পার হয় বাংলাদেশের স্কোর কার্ড ।
মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান জুটি গড়ে ৭৫ রান করে দলের মান রক্ষা করেন শুধু। উত্তেজনাপূর্ণ বা টানটান একটি ম্যাচ উপহার দেয়ার থেকে একপর্যায়ে ম্যাচটি পরিণত হয় মানরক্ষার ম্যাচে ।
মাহমুদউল্লাহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর বাকি ব্যাটসম্যানদের কেবল যাওয়া- আসার মিছিল চলতে থাকে । সাকিব ২৮ ও তানজীদ হাসান ১৭ বাদ দিলে দুই অংকের রানের দেখা পাননি কেউই । অন্যদের অধিকাংশই রানের খাতা খুলতে পারেননি।
ভারতের সফল বোলার ছিলেন আর্শদীপ সিং ও শিভাম দুবে। উভয়ে ১২ রান খরচায় দুটো করে উইকেট নেন।
ম্যাচে বেশ বিষ্ময়ের জম্ম দিয়েছে ভারত। রোহিত শর্মার সঙ্গে ইনিংসের উদ্বোধন করেছিলেন সাঞ্জু শর্মা। মূলত তিনি ওপেনার নন, বেশির ভাগ সময় তিনি টু ডাউনে ব্যাট করে থাকেন। নিজের এই অপরিচিত জায়গাতে বেশিক্ষণ থাকতে পারেননি। মাত্র ৬ বল খেলে শরীফুল ইসলামের বোল এলবিডব্লিউ হন
তবু পাওয়ারপ্লেতে ভারত তোলে ৫৫ রান। আরেক ওপেনার রোহিত শর্মা থামেন ১৯ বলে ২৩ রানে। ভারতের রান রেট অবশ্য ৯-এর নিচে নামতে দেননি পন্ত। স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে ৩২ বলে ৪টি করে চার ছক্কায় ৫৩ রান করেন এই বাঁহাতি।
দ্রুত রান তোলেন সূর্যকুমার যাদব (১৮ বলে ৩১ রান) ও হার্দিক পান্ডিয়াও (২৩ বলে ৪০ রান)। বাংলাদেশ বোলিং ইনিংসের শেষে দুশ্চিন্তা হয়ে এসেছে শরীফুলের চোট। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ের সময় বল থামাতে গিয়ে বোলিং হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন শরীফুল।