খেলা

শরিফুলের হাতে ৬ সেলাই, প্রথম ম্যাচে অনিশ্চিত

  প্রতিনিধি ২ জুন ২০২৪ , ১১:৪৩:১০ প্রিন্ট সংস্করণ

ছবি: বিসিবি

প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে বেশ বড় ব্যবধানে। সেটি ছাপিয়েও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দুশ্চিন্তা বাড়িয়েছে আরও।

বিশেষত ব্যাটারদের পারফরম্যান্স ছিল একদমই হতাশাজনক। এই প্রস্তুতি ম্যাচে আরও একটি জায়গায় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।বোলিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। শরীফুলের হাতে ছয়টি সেলাই লাগায় এই শঙ্কা জেগেছে। বাংলাদেশি পেসারের হাতে সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গতকাল তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ  প্রস্তুতি ম্যাচে শরীফুলের নিজের শেষ ওভারে বোলিং করার সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের যে জায়গা আছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরীফুলকে খেলা শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, ওই চোটের কারণে বাঁ হাতে ছয়টি সেলাই লেগেছে শরিফুলের। সুস্থ হয়ে উঠতে তার অন্তত এক সপ্তাহ সময় লাগবে। আগামী ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলের খেলাও তাই এখন অনেকটাই অনিশ্চিত।

আরও খবর

                   

সম্পর্কিত