আন্তর্জাতিক

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয় তুলে নিল যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ২ জুন ২০২৪ , ১:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয় তুলে নিল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। তাও আবার স্বাগতিক দেশ তারা। আর প্রথমবার বিশ্বকাপে এসেই চমক দিয়েছে দলটি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল কানাডা। ডালাসে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে বড় সংগ্রহ পায় কানাডা। নির্ধারিত ২০ ওভারে নাভনিত ধালিয়াল ও নিকোলাস কিরটোনের হাফসেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল পুঁজি পায় দলটি। তবে ১৯৫ রানের এই বিশাল লক্ষ্য তাড়া করে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হয়ে ১টি করে উইকেট নেন আলী খান, হারমীত সিং ও কোরে অ্যান্ডারসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজ। রাতে পাপুয়া নিউগনির বিপক্ষে মাঠে নামবে তারা।

আরও খবর

                   

সম্পর্কিত