খেলা

১৭ বছর বয়সী এনদ্রিক জাদুতে ব্রাজিলের জয়

  স্পোর্টস ডেস্ক ৯ জুন ২০২৪ , ১১:১০:৪৩ প্রিন্ট সংস্করণ

১৭ বছর বয়সী এনদ্রিক জাদুতে ব্রাজিলের জয়
সংগৃহীত ছবি

কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। উত্থান–পতনের ম্যাচে ভিনিসিয়ুস-এনদ্রিক জাদুতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের নির্ধারিত সময় শেষে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে। তবে যোগ করা সময়ে মেক্সিকো সমতায় ফিরলে খেলা এগোচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু ঠিক তিন মিনিট পর নাটকীয় গোলে ব্রাজিলকে জেতালেন ১৭ বছর বয়সী এনদ্রিক। শেষ পর্যন্ত, ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

রোববার (৯ জুন) টেক্সাসে কোপা আমেরিকার আগে দুই প্রস্তুতি ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া ও লুকাস পাকেতাদের বেঞ্চে রেখে একাদশ সাজান দরিভাল। তারকা খেলোয়াড়দের ছাড়াও ব্রাজিলের শুরুটা ছিল দারুণ।

১৩ জুন কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্রাজিল দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আরও খবর

                   

সম্পর্কিত