স্পোর্টস ডেস্ক ৯ জুন ২০২৪ , ১১:৩৯:০৩ প্রিন্ট সংস্করণ
ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এবং লেবাননের ফিরতি ম্যাচটি কাতারে অনুষ্ঠিত হবে বলে বাফুফে জানিয়েছে।
আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় এই ম্যাচ হবে। যুদ্ধ বিধ্বস্ত দেশ লেবানন ম্যাচটি আয়োজন করছে নিরপেক্ষ ভেন্যু কাতারে। এই ম্যাচটি প্রথমে আল সাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এক সপ্তাহ আগে কাতার ফুটবল এসোসিয়েশন ম্যাচের ভেন্যু পরিবর্তন করে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানান্তর করেছে।কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম।