স্পোর্টস ডেস্ক ৯ জুন ২০২৪ , ১২:৪৯:১২ প্রিন্ট সংস্করণ
নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহর তো বটে যুক্তরাষ্ট্রের সীমান্তে বেড়েছে নজরদারি।
হাইভোল্টেজ ম্যাচটি দেখতে মার্কিন মুলুকে পৌঁছেছেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার। পাক-ভারত ম্যাচ নিয়ে কথার লড়াইয়ে মেতেছেন ক্রিকেট বিশ্লেষকরা।টিকিটের দাম আকাশচুম্বী তারপরও ওসবে তোয়াক্কা না করে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের ৩০ হাজার আসন দখলে নেবে সমর্থকরা।
তাই অন্যবারের মতো এবারও বাড়তি নিরাপত্তা জোরদার হচ্ছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা চায় না আয়োজককরা। দেশটির সীমান্তেও তাই কঠোর হয়েছে নজরদারি। নিউইয়র্কের আনাচে কানাচে চলবে টহল।