প্রযুক্তি

কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি বিকৃত করলে করণীয়

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৪ , ৮:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি বিকৃত করলে করণীয়
ছবি : প্রতীকী

কেউ যদি ফটোশপ বা AI দিয়ে আপনার ছবি এডিট করে Nude বা খারাপ ছবি তৈরি করে তাহলে আপনি এই লিংকে গিয়ে আসল ছবি আর এডিটেড ছবি জমা দিবেন। তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথাও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যাপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা ইউনিট কে জানান, তাদের কাছে অভিযোগ করে দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

আরও খবর

                   

সম্পর্কিত