সারাদেশ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়লো চুয়াডাঙ্গাবাসী

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৩:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়লো চুয়াডাঙ্গাবাসী
ছবি : সংগৃহীত

সারাদেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়লো চুয়াডাঙ্গাবাসী।

৬ এপ্রিল দুপুরের শেষদিকে দেশের পশ্চিমাঞ্চলের এই জেলায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে ওঠে ওই এলাকার জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শুরু থেকেই টানা মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল চুয়াডাঙ্গায়। ৬ এপ্রিল সেই তাপপ্রবাহ প্রচণ্ড মাত্রায় চড়ে বসে। বেলা তিনটায় জেলাটিতে সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গার পৌর এলাকা হাটকালুগঞ্জে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আবহাওয়া অধিদপ্তরের মতে, চলতি মৌসুমের মধ্যে এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে চলতি মাসের প্রথম তিনদিনেও জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হওয়ায় রোজার মধ্যে জনজীবনে  নেমে এসেছে চরম অস্বস্তি। দাবদাহ থেকে বাঁচতে মানুষ খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হচ্ছেন না। অতি প্রয়োজনে ছাতা মাথায় বা গাড়িতে চলাচল করছেন সবাই। কৃষিশ্রমিকরাও ঘর্মক্লান্ত দেহে বারবার বিশ্রামে গেছেন গাছের ছায়ায়।

আরও খবর

                   

সম্পর্কিত