প্রতিনিধি ২ মে ২০২৪ , ২:০৫:০১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রাঙামাটিসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলেছে।
বৃহস্পতিবার ভোর থেকেই এসব এলাকায় মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়েছে। আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বন্দর নগরী চট্টগ্রামে ২ মে ভোররাত থেকে দুই দফায় বৃষ্টি হয়েছে। সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রাম অঞ্চলে।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকাসহ ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, সীতাকুণ্ড, মিরসরাই ও রাউজানে বৃষ্টির ধারা তপ্ত এলাকায় স্বস্তি এনে দিয়েছে। এছাড়াও ফেনী, নোয়াখালী ও রাঙামাটিতেও বৃষ্টির দেখা মিলেছে। ফলে জনমনে নেমে এসেছে স্বস্তির আবহ।
হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অনেককে অবশ্য ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক জানায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে প্রথম দফায় সামান্য বৃষ্টি হয়। ওই সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। এরপর সকালের দিকে চট্টগ্রামে দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। সকাল ১০টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার।