জাতীয়

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ১২:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
ছবি : সংগৃহীত

এই প্রথম লাতিন আমেরিকার দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পা রাখলেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আজ রোববার বাংলাদেশ সফরে এসেছেন।

আজ সকাল সাড়ে দশটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের জন্য ঢাকা সফরে এসেছেন। সফরের প্রথম দিন ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে  শ্রদ্ধা জানাবেন। এরপর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন ।  

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজীপুর বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির কারখানা পরিদর্শন করবেন।ঢাকা সফরকালে কারিগরি ও ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।উল্লেখ্য, ব্রাজিল- বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় জোরদার হয়েছে। 

আরও খবর

                   

সম্পর্কিত