রাজনীতি

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি হুইপ চুন্নুর

  প্রতিনিধি ৮ মে ২০২৪ , ১১:১০:৫০ প্রিন্ট সংস্করণ

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি হুইপ চুন্নুর
ছবিঃ সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে নিজের সম্মানী ভাতা ও বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ব্যারিস্টার সুমনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার জাতীয় সংসদের আলোচনায় অংশ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রতি এ দাবি জানান চুন্নু।

ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের হাউজের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না।

তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী।’স্পিকারকে উদ্দেশ করে চুন্নু বলেন, ‘এই যে ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি, আপনি (স্পিকার) কি পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতোমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলছেন ২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন ২৫ কোটি টাকা পেয়েছেন কিন্তু আমরা তো পাইনি।’

কেবল সস্তা জনপ্রিয়তার জন্য নতুন সংসদ সদস্যের এমন আচরণ উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন বিরোধী দলীয় এ সংসদ সদস্য।

আরও খবর

                   

সম্পর্কিত