জাতীয়

 ১ মিনিটের জন্য দেশব্যাপী ‘ব্ল্যাক আউট’

  ডেস্ক প্রতিনিধি ২৬ মার্চ ২০২৪ , ১:৪০:২৬ প্রিন্ট সংস্করণ

এক মিনিটের জন্য বাংলাদেশ ফিরে গেল ১৯৭১ সালে
এক মিনিটের জন্য বাংলাদেশ ফিরে গেল ১৯৭১ সালে

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির স্মরণে ১ মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের কর্মসূচি হিসেবে দেশব্যাপী এই প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।

তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত ছিল।

সোমবার (২৫ মার্চ) রাত ১১টা থেকে ১১টা ১ পর্যন্ত এক মিনিটের এই ব্ল্যাক আউটের মাধ্যমে বাংলাদেশ ফিরে গেল ১৯৭১ সালের ভয়াবহ সেই কাল রাত্রিতে। এ সময় নিভে যায় সব ধরনের বাতি। অন্ধকারে ঢেকে যায় শহর। যেমনটি ছিল ১৯৭১ সালের এ রাতে। যে রোতে ঘুমন্ত নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনী চালিয়েছিল ইতিহাসের নৃশংস গণহত্যা। পরদিন ঢাকাসহ এর আশপাশে পড়েছিল সেই বর্বরহত্যাকাণ্ডের নিদর্শন লাশের সারি।

আর ২৫ মার্চের রাতেই (২৬ মার্চ প্রথম প্রহর) পাকিস্তান সরকার গ্রেপ্তার করে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেপ্তারের প্রাক্কালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন।

আরও খবর

                   

সম্পর্কিত