খেলা

সবার আগে উনার চাইতে হবে তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ৪:০৪:৩০ প্রিন্ট সংস্করণ

সবার আগে উনার চাইতে হবে তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত
ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে ড্রেসিংরুমে বসে রুদ্ধদ্বার বৈঠক দুজনের। দুজনের আলোচনার গভীরতা দেখে বোঝা যাচ্ছিল অতি জরুরি ইস্যুতেই এক টেবিলে বসা। সেই আলোচনাটা যে জাতীয় দল কেন্দ্রিক তা ধরতে বেশি সময় লাগেনি।

নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল সোমবার মিরপুরের ড্রেসিংরুমে লম্বা সময় ধরে আলোচনায় বসেন।ফিটনেস ইস্যুতে টেস্টে ফিরতে চান না তামিম ওয়ানডেতেও আগ্রহ নেই খুব একটা- এমন আলোচনা আছে। টি-টোয়েন্টি থেকেও অবসরে গেছেন আগেই।

শান্ত :ফিট তামিমকে যেকোনো ফরম্যাটে চান তিনি। জাতীয় দলের তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেন, আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যেকোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব।

আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটলও আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। । তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।

আরও খবর

                   

সম্পর্কিত