রাজনীতি

ভারতের নির্বাচনের পর দিল্লি সফর করবেন প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ১২:২৩:২৪ প্রিন্ট সংস্করণ

ভারতকে বিশ্বস্ত বন্ধু বলে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি : সংগৃহীত

ভারতের সাধারণ নির্বাচন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।

তবে, সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।

সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা এখনো আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি। আগামী মে মাস জুড়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দেশটির ৪ জুন নতুন সরকার গঠনের কথা রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠক করেন। বাংলাদেশে দ্বাদশ নির্বাচনের আগে ওই সফর ছিল সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর শেষ সফর ।

আরও খবর

                   

সম্পর্কিত