জাতীয়

সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই চাপে আছে :ওবায়দুল কাদের

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ১১:৩০:০০ প্রিন্ট সংস্করণ

সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই চাপে আছে :ওবায়দুল কাদের
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, দেশ শাসন করতে গিয়ে আমরা এই চাপ অনুভব করি। নির্বাচনের আগেও তো চাপ, হুমকি-ধামকি ছিল। নিষেধাজ্ঞা দেবে এগুলো তো তারা প্রকাশ্যে বলেছে। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাই যথেষ্ট চাপে আছেন। আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে। আমরা দূর থেকেই সেটা দেখতে পাচ্ছি। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এদেশে বিরোধী দল কথা ও বিবৃতিসর্বস্ব রাজনীতি করছে।

কাদের বলেন,দেশ শাসন করতে গিয়ে আমরা এই চাপ অনুভব করি। নির্বাচনের আগেও তো চাপ, হুমকি-ধমকি ছিল। নিষেধাজ্ঞা দেবে- এগুলোতো তারা প্রকাশ্যে বলেছে। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাই যথেষ্ট চাপে আছে। আরব বসন্তের স্পর্শ  আটলান্টিকের ওপারেও লেগেছে। আমরা দূর থেকেই সেটা দেখতে পাচ্ছি।” ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের করা মামলায় বন্দি। বিএনপি নেতাদের উপেক্ষা ও অবহেলা, হাজিরা বিলম্বিত করার জন্য।

রাজপথে তারা দেখার মতো কোনো মিছিল করতে ব্যর্থ হয়েছে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উদারতা দেখিয়ে খালেদা জিয়ার শাস্তি স্থগিত রেখে তাঁকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। বিদেশ থেকেও চিকিৎসক এসে চিকিৎসা করাচ্ছেন।

আরও খবর

                   

সম্পর্কিত