অপরাধ

রাজশাহীর চারঘাট হতে ৩০৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ১২:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর চারঘাট হতে ৩০৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর চারঘাট হতে ৩০৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর চারঘাট হতে ৩০৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

১। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৪ তারিখ সময় বিকাল-১৭.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুড়িয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-৩০৮ বোতল উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ সাইদুর রহমান (৪০), পিতা-মৃত তমেজ মিস্ত্রী, সাং-আসকরপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ’কে গ্রেফতার করে।

২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে অটোভ্যানে করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাষুমন্ডিয়া থেকে বাদুড়িয়া গ্রাম হয়ে তালতলা রোড হয়ে অজ্ঞাত স্থানে মাদকদ্রব্যসহ যাচ্ছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল চারঘাট থানাধীন বাদুড়িয়া গ্রামস্থ বাদলের মোড়ে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালীন ০১ টি ব্যাটারী চালিত অটোভ্যান বাদলের মোড়স্থ পাঁকা রাস্তার উপর আসলে সিগন্যাল দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি অটোভ্যান হতে নেমে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে উক্ত ঘটনাস্থলেই ০১টি বড় প্লাস্টিকের ড্রামসহ আটক করে। পরবর্তীতে ড্রামের ভিতর তল্লাশী করে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে।

৩। ধৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং নিজেও বিভিন্ন ধরণের মাদক সেবন করে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে

আরও খবর

                   

সম্পর্কিত